Technology

1 year ago

Online Scam: একটু অসতর্ক হলেই বিপদ, প্রতারণায় নয়া ফন্দি প্রতারকদের! সুরক্ষিত থাকার উপায় কী?

Online Scam
Online Scam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসম্প্রতি নিউটাউনের এক যুবতি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। এক মিনিটের মধ্যেই অ্য়াকাউন্ট থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। যদিও ওই যুবতির দাবি, কোনও OTP বা লিঙ্কে ক্লিক করেননি তিনি। একটু অসাবধান থাকলে আপনার সঙ্গেও ঘটনা ঘটতে পারে।

প্রতারকরা বিভিন্ন ফিশিং সাইট তৈরি করে প্রতারণার কাজ করে। এক্ষেত্রে সাধারণভাবে কোনও সাইটকে দেখে বোঝার উপায় থাকে না যে সেটি আসল না নকল। আসল সাইটের মতো হুবহু দেখতে নকল ওয়েবসাইট তৈরি করে গোপন তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। এবং সেই তথ্য ব্যবহার করে লাখ লাখ টাকা প্রতারণা করে।

এর থেকে বাঁচার জন্য কয়েকটি উপায় রয়েছে। প্রথমত কোনও লিঙ্কে হঠাৎ করে ক্লিক করা উচিত নয়। অবশ্যই সিকিওর সাইটে লগইন করবেন। দ্বিতীয়ত, অনলাইন ব্যাঙ্কিংয়ের জন্য তুলনামূলক কঠিন পাসওয়ার্ড তৈরি করবেন। যাতে সহজে কেউ ওই পাসওয়ার্ড না ধারণা করতে পারে। এবং কোনও পাবলিক কম্পিউটার বা পাবলিক Wifi নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাঙ্কিং কাজ করবেন না। সেক্ষেত্রে তথ্য চুরির সম্ভাবনা থাকে।

You might also like!