Technology

1 year ago

অসাধারণ স্পেসিফিকেশন সহ লঞ্চ হল শক্তিশালী স্মার্টফোন Honor Magic Vs 2

Honor Magic Vs 2
Honor Magic Vs 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   Honor Magic V2 নামে ফোল্ডেবল স্মার্টফোন এবং গত মাসে অভিনব ডিজাইনের আউটওয়ার্ড ফোল্ডিং (বাইরে ভাঁজ হয়) ফোন, Honor Purse V লঞ্চ করেছে। এবার চলতি বছর তাদের তৃতীয় ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে অনর। যার নাম Honor Magic Vs 2। স্লিম এবং লাইটওয়েট এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন Honor Magic Vs 2-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor Magic Vs 2 এর দাম

Honor Magic Vs 2 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 6999 অর্থাৎ প্রায় 79,700 টাকা। একইভাবে ফোনটির বড় মডেল 16GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ সহ CNY 7699 অর্থাৎ প্রায় 87,700 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Glacier Blue, Velvet Black এবং Coral Purple কালারে সেল করা হবে। 

Honor Magic Vs 2 এর স্পেসিফিকেশন

প্রাইমারি স্ক্রিন: Honor Magic Vs 2 তে 2376 x 1060 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 7.8 ইঞ্চির প্রাইমারি স্ক্রিন দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

কভার স্ক্রিন: ফোনটি ভাঁজ করার পর সামনে আসে 6.43 ইঞ্চির স্ক্রিন। এটিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 2344 x 2156 পিক্সেল রেজলিউশন ও 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: Honor Magic Vs 2 ফোনটিতে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টও পেশ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 40এক্স জুমের ক্ষমতাসম্পন্ন 20 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor Magic Vs 2 তে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

You might also like!