কলকাতা, ২৭ সেপ্টেম্বর : দুই ডক্টরাল পুত্র সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ গুগুলের প্রতিষ্ঠা করেছিলেন ৯০-এর দশকের শেষ দিকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে তাঁদের দুজনের দেখা হয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে আরও বেশি সংখ্যক মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে তাঁরা প্রায় এক চিন্তাভাবনাই করছিলেন।
২৭ সেপ্টেম্বর, ২০২৩, বুধবার কেউ গুগুল সার্চ-এ গেলে ‘G25gle’ লেখা দেখতে পাবেন। সংস্থা-র প্রতিষ্ঠা করা হয় ৪ সেপ্টেম্বর। কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে সেপ্টেম্বরেই সার্চ ইঞ্জিন জায়ান্টের জন্মদিন পালিত হচ্ছে।
এই মুহূর্তে গুগুলের সিইও সুন্দর পিচাই। সার্চ ইঞ্জিনটির জন্মদিনের আগেই গত মাসে তিনি একটি নোট লিখেছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে কোম্পানির যাত্রা, প্রযুক্তির পরিবর্তনে গুগলের ভূমিকা এবং ভবিষ্যতের দিকে তাকিয়েই সেই নোটটি লিখেছিলেন তিনি। গুগলের প্রত্যেক ব্যবহারকারী, কর্মচারী এবং অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি উদ্ভাবনের ক্রমাগত চ্যালেঞ্জ এবং অতীত ও বর্তমান গুগলারদের উৎসর্গের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুন্দর পিচাই।