Technology

1 year ago

Chandrayaan 3 এর সফলতার পর এই ব্র্যান্ড লঞ্চ করল নতুন স্মার্টফোন Tecno Spark 10 Pro

Tecno Spark 10 Pro
Tecno Spark 10 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোনের বাজারে Tecno কোম্পানিটির বেশ জনপ্রিয়তা রয়েছে। আর সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই, একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে Tecno। বাজারে এই কোম্পানির অনেক দামেরই স্মার্টফোন রয়েছে। আর তাতে রয়েছে অনবদ্য সব ফিচার। সম্প্রতি, স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 ইভেন্টে, টেকনো তার একাধিক ডিভাইস উপস্থাপন করেছিল। ইলেকট্রনিক কোম্পানি টেকনো তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস ফ্যান্টম ভি ফোল্ড উন্মোচন করেছে। এর সঙ্গে কোম্পানি তার স্পার্ক সিরিজে নতুন ডিভাইস Tecno Spark 10 Pro চালু করেছে। কোম্পানিটি তার নতুন ফোন Tecno Spark 10 Pro বিশ্বব্যাপী লঞ্চ করেছে। তবে চলুন দেখে নেওয়া যাক Tecno-র নতুন স্মার্টফোন Tecno Spark 10 Pro-এর ফিচারগুলি।

Tecno Spark 10 Pro Moon Explorer Edition এর স্পেসিফিকেশন

স্ক্রিন: নতুন টেকনো ফোনে 1080 x 2460 পিক্সেল রেজলিউশ্ন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 270 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 580 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং হাই ওএস 12.6 দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি88 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটিতে গেম টার্বো ডুয়েল ইঞ্জিন টেকনোলজি রয়েছে।

স্টোরেজ: TECNO Spark 10 Pro Moon Explorer Edition ফোনে মেমরি ফিউশন টেকনোলজি যোগ করা হয়েছে যার ফলে ফোনটির 8GB physical RAM এর সঙ্গে 8GB virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ভারতে এই ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য TECNO Spark 10 Pro Moon Explorer Edition ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

You might also like!