Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Ram Mantra: রামের এই মন্ত্রে সংসারে ফিরবে সুখ সমৃদ্ধি! জানতে দেখুন

Lord Shree Ram (File Picture)
Lord Shree Ram (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য অনেকেই নানান রকমের মন্ত্র জপ করে থাকেন। আর পুরাণ অনুসারে শ্রীরাম হলেন বিষ্ণুর অবতার। রামের উত্তম চরিত্রের জন্য রামায়ণ ও রামচরিতমানসে তাঁরে মর্যাদাপুরুষোত্তম আখ্যা দেওয়া হয়েছে। প্রচলিত আছে যে 'রামের চেয়ে বড় রাম নাম'। শাস্ত্র মতে যে ব্যক্তি প্রতিদিন রাম নাম জপ করেন, তাঁদের জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়। যে পরিবারে প্রতিদিন রাম দরবারের পুজোর সময়ে নির্দিষ্ঠ কিছু মন্ত্র জপ করা হয় সেই পরিবারে সবসময় রামের আশীর্বাদ বজায় থাকে। রামের আশীর্বাদ লাভের জন্য কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

সর্বার্থসিদ্ধি রাম ধ্যান মন্ত্র

ওম আপদামপ হর্তারম দাতারং সর্ব সম্পদাম,

লোকাভিরামং শ্রী রামং ভূয়ো ভূয়ো নামাম্যহম!

শ্রী রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ!

শাস্ত্র মতে যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করে, তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ হয়।

সমস্যা মুক্তি মন্ত্র

লোকাভিরামং রণরংধীরং রাজীবনেত্রং রঘুবংশনাথ্ম।

কারুণ্যরূপং করুণাকং তং শ্রীরামচন্দ্রং শরণং প্রপদ্যে।।

আপদামপহর্তারম দাতারং সর্বসম্পদাম।

লোকাভিরামং শ্রীরামং ভূয়ো ভূয়ো নামাম্যহম।।

প্রতিদিন রামের এই মন্ত্র জপ কলে জীবনে বড়সড় সমস্যা দূর করা যায়। এর পাশাপাশি সমস্ত কষ্ট দূর হয়।

সুখ-শান্তির মন্ত্র

হে রামা পুরুষোত্তমা নরহরে নারায়ণা কেশাবা।

গোবিন্দা গরুড়ধ্বজা গুণনিধে দামোদরা মাধবা।।

হে কৃষ্ণ কমলাপতে যদুপতে সীতাপতে শ্রীপতে।

বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহিমাম্।।

যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করেন, তাঁদের পরিবারের সমস্ত কলহ দূর হয়। এমন পরিবার সুখ-শান্তিতে ভরে ওঠে।

রামের সরল মন্ত্র

।। শ্রী রাম জয় রাম জয় জয় রাম।।

।। শ্রী রামচন্দ্রায় নমঃ ।।

রামের এই সরল মন্ত্র প্রতিদিন জপ করলে রামচন্দ্রের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে শুধু রাম নাম জপ করলেই জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে।

সাফল্য লাভের মন্ত্র

ওম রাম ওম রাম ওম রাম হীং রাম হীং রাম শ্রীং রাম শ্রীং রাম - ক্লীং রাম ক্লীং রাম। ফট্ রাম ফট্ রামায় নমঃ।

মনস্কামনা পূরণের মন্ত্র

।। শ্রী রামচন্দ্রায় নমঃ ।।

বিপদ থেকে রক্ষা পাওয়ার মন্ত্র

রাম রামেতি রামেতি রমে রাম মনোরমে।

সহস্ত্র নাম তত্তুন্যং রাম নাম বরাননে।।

মুক্তি ও প্রভু প্রেমের মন্ত্র

।। নাম পাহরূ দিবস নিসি ধ্যান তুম্হার কপাট।।

।। লোচন নিজপদ জন্ত্রিত জাহি প্রাণ কেহি বাট।।

You might also like!