Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Online Shopping: মহিলাদের তুলনায় স্ক্রিনটাইম কম, কিন্তু পুরুষরাই বেশি খরুচে

Online Shopping
Online Shopping

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমহিলারা নন। অনলাইনে কেনাকাটা করতে সবচেয়ে বেশি টাকা খরচ করেন পুরুষরা। এমনই চমকে দেওয়া তথ্য প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট্স অফ ম্যানেজমেন্ট আইআইএম আমদাবাদ।

সম্প্রতি মোট ২৫টি রাজ্যের ৩৫ জনকে নিয়ে অনলাইনে একটি সমীক্ষা করে আইআইএম আহমেদাবাদ। 'ডিজিটাল রিটেল চ্যানেল অ্যান্ড কনজিউমারস: দ্য ইন্ডিয়ান পারস্পেকটিভ' রিপোর্ট অনুযায়ী, পুরুষরা অনলাইন কেনাকাটায় মহিলাদের থেকে বেশি টাকা খরচ করেন। তবে, এই সমীক্ষায় এটাও বলা হয়েছে পুরুষরা অনলাইন কেনাকাটায় মহিলাদের থেকে কম সময় ব্যয় করেন।

সমীক্ষায় বলা হয়েছে, পুরুষরা গড়ে ২,৪৮৪ টাকা ব্যয় করেন, যা মহিলাদের তুলনায় ৩৬ শতাংশ বেশি। সেখানে মহিলারা গড়ে খরচ করেন ১, ৮৩০ টাকা। আর সময়ের ক্ষেত্রে পুরুষেরা গড়ে ৩৪.৪ মিনিট অনলাইনে ব্যয় করেন। মহিলারা সেখানে গড়ে ৩৫ মিনিট ব্যয় করেন।


You might also like!