
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকাল এলেই আলমারি ভরে ওঠে উলের পোশাকে। সোয়েটার, কার্ডিগান কিংবা শাল—সবই শীতের ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ। তবে উলের পোশাকের সবচেয়ে বড় সমস্যা হল রোঁয়া ওঠা। একটু অসাবধান হলেই সাধের সোয়েটার দেখতে পুরনো ও বিবর্ণ লাগতে শুরু করে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রথম কাচার পর থেকেই পোশাকে রোঁয়া উঠে যায়, ফলে বাধ্য হয়েই সেটিকে বাদ দিতে হয়। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক যত্ন নিলে এই সমস্যা এড়ানো সম্ভব।
জেনে নিন, উলের পোশাক ভালো রাখার তিনটি সহজ উপায়—
১। রোঁয়া ওঠা পোশাক পরিস্কার করতে নরম ব্রাশ: রোঁয়া পরিষ্কারের জন্য এক ধরনের নরম ব্রাশ পাওয়া যায়। সেটা দিয়ে পোশাক ঝেড়ে নিতে পারেন। এ ছাড়া লিন্ট রোলারও ব্যবহার করতে পারেন। রোঁয়া যদি কম থাকে, তা হলে আঙুল দিয়ে ধীরে ধীরে টেনে বের করে নিতে পারেন। কিন্তু আঙুল দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে। তাই পোশাক পরার আগে প্রতিবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।
২। ফ্যাব্রিক শেভার ব্যবহার করতে পারেন: সোয়েটার বা উলের জামা কাপড়ের রোঁয়া ওঠা ঠেকাতে বাজারে রোঁয়া পরিষ্কার করার জন্য ফ্যাব্রিক শেভার পাওয়া যাচ্ছে। এই যন্ত্র দিয়ে বিনা পরিশ্রমে রোঁয়া দূর করতে পারবেন। ফ্যাব্রিক শেভারের সাহায্যে সোয়েটারের উপরে জমে থাকা রোঁয়া ট্রিম করে নিন। এতে সমস্ত রোঁয়া এক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং উলের পোশাক নতুনের মতো দেখাবে। তবে ফ্যাব্রিক শেভার ব্যবহারের পরে অবশ্যই ব্রাশ দিয়ে পোশাকটি ঝেড়ে নেবেন।
৩। কাচার সময়ে সতর্ক থাকুন: উলের পোশাক ওয়াশিং মেশিনে কাচা এড়িয়ে চলুন। এতে ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়। এমনকী উলের পোশাক ঘন ঘন কাচবেন না, এতে উল পাতলা হয়ে যায়। ঠান্ডা জলে মাইল্ড লিকুইড ডিটারজেন্ট কিংবা শ্যাম্পু দিয়ে কেচে নিন। রোঁয়ার সমস্যা এড়াতে জলে এক কাপ সাদা ভিনিগারও মিশিয়ে দিতে পারেন। খুব বেশি ঘষাঘষি বা টানাটানি করবেন না। এতে রোঁয়া ওঠার সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন।
