Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Washing Colth Tips : সাদা জামার রং ধরে রাখতে মানুন সহজ কিছু টিপস

Washing Tips of White Colths (Symbolic Picture)
Washing Tips of White Colths (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে বিছানার চাদর হোক অথবা সাদা শার্ট কিংবা চুড়িদার… সেই সাদা পোশাকের আভিজাত্যি আলাদা। কিন্তু সমস্যা বাধে যখন সেই সাদা জামাকাপড় কাচার প্রসঙ্গ আসে। অনেক সময়েই সেই সাদা পোশাককে নতুনের মতো রাখা যায় না। তাই কী ভাবে কাচবেন সাদা জামাকাপড়? জেনে নিন- 

* ওয়াশার বা ওয়াশিং মেশিন… যেটাই ব্যবহার করুন না কেন, তা ওভারলোড করা এড়িয়ে চলুন। জামাকাপড় দিয়ে ওয়াশার কানায় কানায় ভরে দিলে কাজ সহজই হয়। কিন্তু যখন ওয়াশারটি ওভারলোড করা থাকে, তখন জামাকাপড় থেকে নোংরা তুলে ফেলে সেগুলো অন্যত্র জমা করার পরিস্থিতি থাকে না। ফলে নোংরা ফের জমতে থাকে কাপড়েই।  

*সঠিক ডিটারজেন্ট ব্যবহার করা গুরুত্বপূর্ণ। সাদা পোশাকের জন্য এমন ডিটারজেন্টই নিন, যাদের মধ্যে অপটিক্যাল ব্রাইটনার এজেন্ট আছে। কখনওই এটা ভাববেন না যে বেশি ডিটারজেন্ট দিলেই আরও পরিষ্কার হবে কাপড়। তা উলটে আরও রুক্ষ করে তুলতে পারে কাপড়কে। 

* সাদা পোশাকে দাগ লাগলেই চিন্তা করবেন না । ফ্যাব্রিক এবং দাগের ধরন কেমন, তার উপরে নির্ভর করে বদলে বদলে যায় দাগ তোলার উপায়। ক্লোরিন ব্লিচ কাপড়কে সাদা করতে পারে। তবে তা অতিরিক্ত ব্যবহার করলে কাপড়ের ক্ষতি হতে পারে।

* সাদা কাপড়ে তেলের দাগ লাগলে বা অতিরিক্ত ময়লা জমলে সবচেয়ে আগে ব্যবহার করুন ঈষদুষ্ণ জল। আসলে গরম জল প্রাথমিক ভাবে কড়া ময়লা বা তেলের দাগকে অনেকাংশে নিস্তেজ করতে সক্ষম। তার পর কেমন দাগ পড়েছে, সেই অনুযায়ী ডিটারজেন্ট বা ব্লিচ ব্যবহার করুন। তবে খেয়াল রাখুন, জল যেন ঈষদুষ্ণই হয়। ফুটন্ত জল দেবেন না।

* সাদা পোশাক সূর্যের তাপে অনেক ক্ষণ ধরে শুকোলে সূর্য থেকে নির্গত অতি বেগুনি রশ্মি কাপড়ের ক্ষতি করতে পারে। তাই বাইরে শুকোনো সম্ভব না হলে, খুব কম তাপ সেট করে ড্রায়ার দিয়ে পোশাক শুকিয়ে নিন। সামান্য স্যাঁতসেঁতে থাকা অবস্থায় ড্রায়ার থেকে কাপড় সরিয়ে ঘরের মধ্যে শুকোনোর র‌্যাকে রাখুন। এমনিতেই শুকিয়ে যাবে পুরোপুরি।

*সাদা পোশাক কেচে, ধুয়ে, আয়রন করা… এই প্রত্যেকটা স্টেপেই দেখে নিন তা আসলে কোনও দাগ রেখে যাচ্ছে কি না। প্লাস্টিকের বক্সে অনেক সময়ে থাকে থাকে সাদা কাপড় অনেকেই গুছিয়ে রাখেন।  কিন্তু অক্সিজেন প্রবেশ না করতে পারার ফলে সাদা পোশাক হলদেটে হতে শুরু করে। তাই সুতির ব্যাগে বা কভারের মধ্যে রাখতে পারেন সাদা ভাল পোশাকগুলো।

You might also like!