kolkata

3 hours ago

Jadavpur University: ছাত্রী মৃত্যুর পর যাদবপুরে ফের নিরাপত্তা বিধি জারি—সকাল-সন্ধ্যায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা!

Jadavpur University tightens security again
Jadavpur University tightens security again

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঝিলে পড়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। ক্যাম্পাসে সর্বসাধারণের জন্য মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, মদ ও গাঁজা নিয়ে ক্যাম্পাসে প্রবেশের উপরেও কড়া নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হয়েছে।  বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান তৃতীয় বর্ষের ওই ছাত্রী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি। ছাত্রীর মৃত্যুর পর একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে মদ, গাঁজার আসর নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন এবারও উঠেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল পার্কিং লটে। ওই অনুষ্ঠানের সময় রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মদের আসর বসেছিল বলে পুলিশ সূত্রে খবর। ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই নিরাপত্তা আঁটসাঁট করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইস্যু করা পার্কিং স্টিকার থাকলে দু চাকা ও চার চাকা গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। ওই পার্কিং স্টিকার না থাকলে প্রবেশপথে সেই গাড়ির যথাযথ তথ্য নিয়ে তারপর ঢুকতে দেওয়া হবে।

ক্যাম্পাসের মধ্যে মদ, গাঁজা বন্ধেও ফের কড়া অবস্থানের কথা জানাল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে মাদক সেবনের সময় ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেক সাধারণ মানুষ সকাল ও সন্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য মর্নিং ও ইভিনিং ওয়ার্ক বন্ধের নির্দেশিকা জারি করা হল। সন্ধে সাতটার পর কোনও কারণে ক্যাম্পাসে ঢুকতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র নিয়ে যেতে হবে। না হলে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। কারও কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র না থাকলে তাঁকে প্রবেশপথে নিজের পরিচয়পত্র দেখাতে হবে। এবং তিনি কার সঙ্গে দেখা করতে চান, তাও জানাতে হবে। এর আগেও নিরাপত্তা বাড়াতে নির্দেশিকা জারি করা হয়েছিল, তবে অভিযোগ রয়েছে—সেগুলো কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। বাস্তবে সেসব নির্দেশিকার কার্যকর প্রয়োগ দেখা যায়নি।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অমিতাভ দত্ত স্বীকার করলেন, “নিরাপত্তার কিছু ঘাটতি রয়েছে। নিরাপত্তারক্ষীর সংখ্যা কিছুটা কম। আমরা সেটা সরকারকে জানিয়েছি।” প্রশ্ন উঠছে, এবার কি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্দেশিকাগুলির প্রতিফলন দেখা যাবে?

You might also like!