kolkata

2 months ago

Uttarakhand, Kedarnath helicopter crash: উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় যাত্রীদের জন্য মমতার প্রার্থনা

Uttarakhand, Kedarnath helicopter crash
Uttarakhand, Kedarnath helicopter crash

 

কলকাতা, ১৫ জুন : উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় সেটির যাত্রীদের জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “আজ সকালে আরেকটি বেসামরিক আকাশযান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এটা খুব দুঃখজনক বিষয়। এবার দুর্ঘটনা হয়েছে উত্তরাখণ্ডে, কেদারনাথ - গৌরীকুণ্ড - গুপ্তকাশী অঞ্চলে। হেলিকপ্টারে একটি শিশু এবং পাইলট সহ ৭ জন আরোহী ছিলেন। সংবাদমাধ্যম ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। আমি আকাশযানে থাকা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি।”

You might also like!