Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Anthony Blinken: দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ভারতে এলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন

US Secretary of State Anthony Blinken came to India
US Secretary of State Anthony Blinken came to India

 

নয়াদিল্লি, ১০ নভেম্বর: ভারত-আমেরিকার অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্য ২ প্লাস ২ বৈঠকে যোগ দিতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে সঙ্গে নিয়ে ভারত সফরে এলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি এসে পৌঁছেছেন বাইডেন প্রশাসনের এই দুই শীর্ষ কর্তা। দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবেন তাঁরা।

মার্কিন বিদেশ সচিবের আসার খবর টুইট করে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। এক্স হ্যান্ডেলে তিনি জানান, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন দিল্লিতে এসে পৌঁছেছন। তাঁকে ভারতের তরফে স্বাগত জানানো হয়েছে। বর্তমানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন তিনি। এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । দুই দেশের মধ্যে এই নিয়ে পঞ্চমবার মন্ত্রী স্তরের বৈঠক হচ্ছে।

ভারত-আমেরিকার অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্য নিয়েই ২ প্লাস ২ মন্ত্রী স্তরের বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত-আমেরিকার দ্রুত বর্ধনশীল সম্পর্ক নিয়েই আজ এই রিভিউ বৈঠক । দুই দেশের জাতীয় নিরাপত্তা থেকে প্রতিরক্ষা, ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে পরিকল্পনা, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ককে মজবুত করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।জানা গিয়েছে, ২ প্লাস ২ বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

You might also like!