International

2 hours ago

Nepal Gen Z Protest: অশান্ত নেপাল সেনার দখলে, চলছে শান্তি ফেরানোর চেষ্টা

Tribhuvan Airport disrupted as Nepal Army takes control during youth protests
Tribhuvan Airport disrupted as Nepal Army takes control during youth protests

 

কাঠমাণ্ডু, ১০ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ নেওয়ার পরে নেপালে শান্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়েছে নেপালের সেনাবাহিনী। বর্তমানে আংশিক স্থগিত রয়েছে পরিষেবা। ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্স ইতিমধ্যেই দিল্লি- কাঠমান্ডু বিমান পরিষেবা স্থগিত রেখেছে।

প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ইস্তফার পর বর্তমানে নেপালের দায়িত্বে সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে তারা। নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়ে নেপালের সেনাবাহিনী। দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে তারা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনও।

বুধবার সকাল থেকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে নেপাল সেনাবাহিনী টহল দিচ্ছে, যেখানে গত দুই দিন ধরে বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

You might also like!