International

1 month ago

Israel-Iran Conflict Updates: ইজরায়েলে পাল্টা হামলা ইরানের

Israeli Iron Dome air defense system fires to intercept missiles over Tel Aviv, Israel
Israeli Iron Dome air defense system fires to intercept missiles over Tel Aviv, Israel

 

তেহরান ও তেল আভিভ, ১৪ জুন : ইরানের ওপর ইজরায়েলের হামলা ও তার জেরে ইরানের একাধিক সেনাকর্তার মৃত্যুর পরেই পাল্টা হামলার হুমকি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। সেই মতোই ইজরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। শুক্রবার রাতে তেল আভিভ ও জেরুজালেমে পরপর ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান। ভিডিয়োয় দেখা যায়, ধোঁয়ায় ঢেকে গিয়েছে তেল আভিভের আকাশ। জানা যাচ্ছে, তেল আভিভে ইরানের হানায় ৩৪ জন আহত হয়েছেন। পরে জানা যায়, আহতদের এক জনের মৃত্যু হয়েছে।


You might also like!