পানিট্যাঙ্কি, ১০ সেপ্টেম্বর : অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। ভারতের প্রতিবেশী দেশে অস্থির পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রাখছে ভারত সরকার। এই পরিস্থিতিতে নেপাল থেকে দেশে ফিরে আসছেন ভারতীয়রা। নেপালের দিক থেকে ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে আসছেন। প্রতিবেশী দেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বুধবার সকালে বহু ভারতীয় নাগরিক নেপাল থেকে মাতৃভূমিতে ফিরে এসেছেন। দেশে ফিরে আসার পর কোহিলা নামে একজন বলেছেন, "নেপালের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। আমরা অসমের বাসিন্দা এবং নেপাল থেকে ফিরে এসেছি। এখন ভালো লাগছে, প্রাণ বাঁচিয়ে ফিরে এলাম।"