Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Taliban: হিন্দি সিনেমার মাঝে প্রবেশ ২ মুখোশধারীর!

Cinema Hall (File Picture)
Cinema Hall (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন করে আতঙ্ক ছড়াল কানাডায়। টরেন্টোর ৩টি হলে সন্দেহভাজন মুখোশধারীরা প্রবেশের পর স্প্রে করে বলে পুলিশ জানিয়েছে। আতঙ্কিত হয়ে দর্শকরা ৩টি হল খালি করে দেয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ। 

গত ৫ ডিসেম্বর স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ন ‘টা। টরেন্টোর ১টি হলে হিন্দি সিনেমার প্রদর্শন চলছিল। এই সময় ২ মুখোশধারীরা হলের মধ্যে প্রবেশ করে। এরপর দর্শকদের উদ্দেশ্যে স্প্রে করতে থাকে তারা। সেই সময় হলটিতে ২০০ জনের বেশি দর্শক ছিলেন। স্প্রের ফলে বেশ কয়েকজন দর্শক কাশতে শুরু করেন।

জানা গিয়েছে, হঠাৎ এই ঘটনায় হলের দর্শকদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। সম্ভাব্য বিপদের আশঙ্কায় হল থেকে বের হয়ে যায় তারা। পুলিশ আসার আগেই সন্দেহভাজনারা পালিয়ে যায়। মুখোশধারীদের মধ্যে একজনের কালো রংয়ের পোশাক পড়েছিল। দ্বিতীয় ব্যক্তির পরনে ছিল হাল্কা বাদামী রংয়ের পোশাক।

You might also like!