Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Health

2 days ago

Health Tips: শীতে উলের পোশাকে চুলকানি? নেপথ্যে লুকিয়ে তিনটি গুরুত্বপূর্ণ কারণ

Itchy Skin From Sweaters
Itchy Skin From Sweaters

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তুরে হাওয়ার শিরশিরানির সঙ্গে পাল্লা দিয়েই শীতের আমেজ। আলমারি খুলতেই বেরিয়ে আসে পছন্দের পশমি সোয়েটার, শাল বা কার্ডিগান। কিন্তু গায়ে চাপানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অস্বস্তিকর চুলকানি, লালচে র‍্যাশ কিংবা জ্বালাপোড়া। শীতের উষ্ণতা নিতে গিয়ে এমন সমস্যায় পড়ছেন অনেকেই। চিকিৎসকদের মতে, উলের পোশাক সরাসরি ত্বকের সংস্পর্শে এলে সংবেদনশীল ত্বকে এই ধরনের প্রতিক্রিয়া দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। চর্মরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উলের পোশাক থেকে হওয়া এই ত্বক সমস্যার নেপথ্যে রয়েছে মূলত তিনটি কারণ—

প্রথমত, উলের রুক্ষ ফাইবার।

উলের তন্তু স্বভাবতই খানিকটা মোটা ও খসখসে হয়। সংবেদনশীল বা শুষ্ক ত্বকের ক্ষেত্রে এই রুক্ষ ফাইবার ঘর্ষণ তৈরি করে, যার ফলে চুলকানি বা লালচে ভাব দেখা দেয়।

দ্বিতীয়ত, শীতকালে ত্বকের অতিরিক্ত শুষ্কতা।


শীতে ত্বক এমনিতেই আর্দ্রতা হারায়। তার উপর উলের পোশাক ত্বকের প্রাকৃতিক তেল শোষণ করে নেয়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে ফেটে যাওয়া, চুলকানি বা র‍্যাশের সমস্যা বাড়ে।

তৃতীয়ত, পোশাকে থাকা রাসায়নিক বা ধুলোবালি।

উলের পোশাক সংরক্ষণের সময় ন্যাফথালিন, মথবল বা বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। দীর্ঘদিন আলমারিতে রাখা পোশাকে জমে থাকা ধুলো ও জীবাণুও অ্যালার্জির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, উলের পোশাক পরার আগে ভেতরে সুতির বা নরম কাপড়ের লেয়ার ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে। পাশাপাশি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরলে শীতের এই অস্বস্তি এড়ানো সম্ভব।

You might also like!