আক্রা, ১৩ অক্টোবর : আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপে গেল ঘানা। গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে হারায় তারা কমোরোজকে।
ম্যাচের ৪৭ মিনিটে তমাস পার্তে দারুণ এক পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান টটেনহ্যাম হটস্পারের উইঙ্গার কুদুস। মোহামেদ কুদুসের এই গোলে ম্যাচ জিতেই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার উল্লাসে মেতে উঠল ঘানা। এই জয়ে আফ্রিকার পঞ্চম দল হিসেবে আগামী বিশ্বকাপে জায়গা করে নিল ‘দা ব্ল্যাক স্টার্স’ নামে খ্যাত দলটি। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেছিল ঘানা। দুইয়ে থাকা মাদাগাস্কারের সামনে এ দিন সমীকরণ ছিল, মালির বিপক্ষে জিততে হবে তাদের এবং কমোরোজোর কাছে ঘানাকে হারতে হবে। এর কোনোটিই হয়নি। মালির কাছে ৪-১ গোলে হেরে গেছে মাদাগাস্কার। তাই ঘানা এই ম্যাচ হারলেও বিশ্বকাপে ঠাঁই পেত। সরাসরি জিতে তারা বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল।