Game

1 day ago

Chess banned in Afghanistan: আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ হল

Taliban Bans Chess In Afghanistan
Taliban Bans Chess In Afghanistan

 

কাবুল, ১২ মে : রবিবার তালিবান সরকারের ক্রীড়া দফতর থেকে এক ঘোষণা দিয়ে আফগানিস্তানে দাবা নিষিদ্ধ করা হয়েছে। ক্রীড়া দফতরের মুখপাত্র আতাল মাশওয়ানির জানিয়েছেন,ধর্মীয় দিক বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করেছে তালিবান সরকার। আফগান সরকার মনে করছে, এই খেলাটি জুয়ার উৎস হতে পারে। সেই সঙ্গে তিনি বলেছেন, সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামি আইনের সঙ্গে দাবার সামঞ্জস্যতা নির্ধারণ না হওয়া পর্যন্ত খেলাটি আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবে। দাবাকে শরিয়া আইন অনুসারে জুয়া খেলার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তালিবানরা কঠোরভাবে মেনে চলে।

You might also like!