কলকাতা, ২ জুলাই : স্যার অ্যালেক ভিক্টর বেডসার। ৪ জুলাই, ১৯১৮, বার্কশায়ারের রিডিং এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত পেশাদার ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলে তিনি মূলতঃ মিডিয়াম-ফাস্ট বোলার হিসেবে খেলতেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়েও পারদর্শিতা দেখিয়েছেন তিনি। বিংশ শতাব্দীতে তাঁকে সেরা ইংরেজ ক্রিকেটারদের অন্যতমরূপে গণ্য করা হয়।
১৯৪৬ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অংশ নেন। ৫১ টেস্টে তার উইকেটের সংখ্যা ২৩৬। ১৯৫৩ সালে বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট তারকা ক্ল্যারি গ্রিমেটের সর্বোচ্চ টেস্ট উইকেট লাভের বিশ্বরেকর্ড ভেঙ্গে ফেলেন তিনি। ১৯৬৩ সালে ব্রায়ান স্ট্যাদাম কর্তৃক তাঁর এ রেকর্ড ভঙ্গ হয়।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন সহ সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের সভাপতি মনোনীত হন। ১৯৯৬ সালে নাইট উপাধিতে ভূষিত হন তিনি।
জানুয়ারি, ২০০৯ সালে আইসিসি ক্রিকেট হল অব ফেমের উদ্বোধনী তালিকায় তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ২০১০ সালের অ্যালেক বেডসারের দেহাবসান হয়।