Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

6 days ago

Kiara Advani : অভিনয় না কি বাস্তব? ‘টক্সিক’-এর শুটিংয়ে চোখের জল মুছতে মুছতে নিজের অনাগত সন্তানকে কোন গোপন বার্তা দিতেন কিয়ারা আদভানি?

Kiara Advani
Kiara Advani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাতৃত্বের স্বাদ পাওয়ার প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছেন কিয়ারা আডবাণী। গত ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দিলেও, তার আগের মাসগুলো তিনি কাটিয়েছেন অত্যন্ত ব্যস্ততার মধ্যে। স্ফীতোদর নিয়ে যেমন ক্যামেরার সামনে কাজ করেছেন, তেমনই বিশ্ববিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালা-তেও অংশ নিয়েছেন। তবে কাজের মাঝেও তাঁর সমস্ত চিন্তা জুড়ে ছিল মেয়ে সরায়াহ। গর্ভাবস্থায় হবু সন্তানের সঙ্গে আলাপচারিতা চালানোর বিষয়টি কিয়ারার মাতৃত্বকালীন সফরে এক অন্য মাত্রা যোগ করেছে।

কিয়ারার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মুক্তি পায় ‘ওয়ার ২’ ছবিটি। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় নাকি দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ ছবির কাজ শুরু করেন তিনি। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। শোনা গিয়েছিল এই ছবিতে কাজ করবেন করিনা কপূর। কিন্তু পরে করিনা সরে দাঁড়ালে কিয়ারাকে চূড়ান্ত করা হয়। কিয়ারা জানান, তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়ের সঙ্গে কথা বলতেন।

কিয়ারার কথায়, ‘‘শুটিংয়ে অনেক সময় আবেগতাড়িত হয়ে পড়তাম। তার পরে ভ্যানিটি ভ্যানে ঢুকে পেটটা ধরে ওকে আশস্ত করতাম যে, তোমার মা একদম ঠিক আছে। গোটাটাই অভিনয়।’’ কিয়ারা জানান, জন্মের পরে মেয়েকে স্নান করানো থেকে তার পরিচর্যা— প্রতিটা সময় ভীষণ উপভোগ করছেন তিনি। যদিও সন্তানজন্মের পরে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে বিশেষ কোনও অসুবিধে হচ্ছে না বলেই জানান অভিনেত্রী।

অন্য দিকে, সম্প্রতি এই ছবি নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে নির্মাতাদের তরফে। স্বাভাবিক ভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। ফলে নির্মাতারা বিবৃতিতে বলেন, “ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে ছবি সম্পর্কে কোনও তথ্য ছড়াবেন না।”

You might also like!