
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে বলিউড ও ক্রিকেট জগতের একাধিক পরিচিত মুখের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে, যা ঘিরে শোরগোল শুরু হয়েছে বিনোদন ও ক্রীড়ামহলে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার বেটিং অ্যাপ মামলায় মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ টাকা এবং অঙ্কুশ হাজরার ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। শুধু টলিউড নয়, এই তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পাও। যুবরাজের ২.৫ কোটি টাকা এবং উথাপ্পার ৮.২৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এছাড়াও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ২.০২ কোটি, অভিনেতা সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যদিও উর্বশীর ক্ষেত্রে জানা গিয়েছে, ওই সম্পত্তি তাঁর মায়ের নামে রয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, 1xBet নামে একটি বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে কয়েক কোটি টাকার আর্থিক তছরুপ ও প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইডি। তদন্তের সময় দিল্লিতে ডেকে মিমি চক্রবর্তীর পাশাপাশি অঙ্কুশ হাজরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখযোগ্যভাবে, এর আগেও এই মামলায় অভিযুক্ত হিসেবে ধরা পড়েছিল শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। তখন রায়নার প্রায় ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। বেটিং অ্যাপ কাণ্ডে ইডির এই ধারাবাহিক পদক্ষেপ নতুন করে আলোড়ন ফেলেছে সর্বত্র।
