Country

1 hour ago

Vaishno Devi Yatra Remains Suspended: খারাপ আবহাওয়ায় স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা, ৮ অক্টোবর শুরু হওয়ার কথা

Vaishno Devi Yatra Remains Suspended for bad weather
Vaishno Devi Yatra Remains Suspended for bad weather

 

কাটরা, ৭ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে প্রতিকূল আবহাওয়ার কারণে বৈষ্ণোদেবী যাত্রা মঙ্গলবারও স্থগিত রয়েছে। শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড জানিয়েছে, "আইএমডি কর্তৃক জারি করা প্রতিকূল আবহাওয়ার পরামর্শের পরিপ্রেক্ষিতে, বৈষ্ণো দেবী যাত্রা ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে এবং ৮ অক্টোবর পুনরায় শুরু হবে।" বিগত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, আবার উঁচু পাহাড়ে তুষারপাতও শুরু হয়েছে। মঙ্গলবারই ডোডার ভাদেরওয়াহের চট্টেরগালা পাসে এই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্যই এই বৃষ্টি ও তুষারপাত। খারাপ আবহাওয়ার পরিস্থিতির কারণে আপাতত স্থগিত রয়েছে বৈষ্ণো দেবী যাত্রা। আশা করা হচ্ছে, ৮ অক্টোবর পুনরায় যাত্রা শুরু হবে।

You might also like!