Country

6 days ago

UPSC CSE Final Result 2024: ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষিত, মেয়েদের জয়জয়কার

UPSC CSE Final Result 2024
UPSC CSE Final Result 2024

 

নয়াদিল্লি, ২২ এপ্রিল : সিভিল সার্ভিস পরীক্ষার (২০২৪) ফলাফল ঘোষণা করলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। শক্তি দুবে, হর্ষিতা গোয়েল এবং ডোংরে অর্চিত পরাগ শীর্ষ তিনটি স্থান অর্জন করেছেন। ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় মেয়েদেরই জয়জয়কার। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মঙ্গলবার ২০২৪ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পরিচালিত সাক্ষাৎকারের মাধ্যমে শেষ হওয়া কঠোর নির্বাচন প্রক্রিয়ার সমাপ্তি। শক্তি দুবে সিভিল সার্ভিসেস পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছেন, তারপরে হর্ষিতা গোয়েল র‍্যাঙ্ক ২ এবং ডংরে অর্চিত পরাগ র‍্যাঙ্ক তৃতীয় পেয়েছেন। নির্বাচিত ১০০৯ জন প্রার্থীর মধ্যে ৩৩৫ জন সাধারণ শ্রেণীর, ১০৯ জন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর, ৩১৮ জন অন্যান্য অনগ্রসর শ্রেণীর, ১৬০ জন তফসিলি জাতি এবং ৮৭ জন তফসিলি উপজাতি। এর মধ্যে চারটি বিভাগে ৪৫ জন মানদণ্ড প্রতিবন্ধী প্রার্থী অন্তর্ভুক্ত।

You might also like!