ঋষিকেশ, ২৮ এপ্রিল : চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সোমবার এই সুখবর দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য পরিবহন, পানীয় জল এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরাও ভক্তদের স্বাগত জানাতে খুবই উদগ্রীব। ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে কেদারনাথ মন্দির। সাজিয়ে তোলা হচ্ছে বদ্রীনাথ মন্দিরও। হরিদ্বারে শুরু হয়েছে অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। সোমবার ঋষিকেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, "চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের দরজা ৩০ এপ্রিল, কেদারনাথ ধামের দরজা ২ মে এবং বদ্রীনাথ ধামের দরজা ৪ মে খোলা হবে। পরিবহন, পানীয় জল এবং থাকার ব্যবস্থা করা হয়েছে, ভক্তদের স্বাগত জানাতে আয়োজকরাও খুবই উদগ্রীব।"