Country

6 days ago

One Nation One Election: এক দেশ-এক নির্বাচন বিলটি রূপান্তরকামী, দূরদর্শী ও ঐতিহাসিক, অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

শ্রীনগর, ২২ এপ্রিল : এক দেশ-এক নির্বাচনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। তাঁর কথায়, এক দেশ-এক নির্বাচন বিলটি রূপান্তরকামী, দূরদর্শী ও ঐতিহাসিক। মঙ্গলবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "এক দেশ, এক নির্বাচন বিলটি রূপান্তরকামী, দূরদর্শী ও ঐতিহাসিক। প্রধানমন্ত্রী মোদীর সরকার সংস্কার, কর্মক্ষমতা এবং পরিবর্তনে বিশ্বাস করে। এখন যদি দেশ এত দ্রুত গতিতে উন্নয়নশীল হয়, তবে তা কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ এবং তাঁর সরকারের কাজের কারণেই সম্ভব হয়েছে।" অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "এক দেশ-এক নির্বাচনও এই দিকেই পদক্ষেপ। দেশে যদি বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়, তাহলে সময় সাশ্রয় হবে, অর্থ সাশ্রয় হবে এবং নির্বাচনী আচরণবিধি কম সময়ের জন্য বলবৎ থাকবে। দেশের লক্ষ লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে। যদি 'এক দেশ, এক নির্বাচন' হয়, তাহলে তা জাতীয় স্বার্থে হবে এবং এটি দেশের জন্য উপকারী হবে।"

You might also like!