নয়াদিল্লি, ২৮ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিল্লিতে নিজ বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একটি বৈঠক করেছেন। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই বৈঠকে পহেলগাম সন্ত্রাসী হামলা এবং পরবর্তী পদক্ষেপের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়। পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা দেশ যখন ক্ষুব্ধ, এই সময়ে মোদী ও রাজনাথের মধ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। উল্লেখ্য, এর আগে রবিবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।