Country

1 week ago

Bokaro Encounter: ঝাড়খণ্ডের বোকারোতে এনকাউন্টারে ৬ মাওবাদীর মৃত্যু, অস্ত্রশস্ত্র উদ্ধার

Bokaro Maoist encounter
Bokaro Maoist encounter

 

বোকারো, ২১ এপ্রিল : নকশাল-মুক্ত ভারত অভিযানে এবার সাফল্য মিলল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বোকারো জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ৬ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর, দু'টি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল। সুরক্ষা বাহিনীর কোনও জওয়ান আহত হননি। এখনও তল্লাশি অভিযান চলছে। সিআরপিএফ জানিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে সোমবার ভোর থেকে এই অভিযান শুরু হয়। সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ৬ মাওবাদীর। এনকাউন্টারস্থল একটি এসএলআর এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। মাঝেমধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।


You might also like!