নয়াদিল্লি, ২১ এপ্রিল : সিভিল সার্ভিস দিবসে দেশের সমস্ত সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, "জনসেবায় সিভিল সার্ভেন্টদের ভূমিকা, নীতি নির্ধারণ ও বাস্তবায়নে অবদান নাগরিকদের কল্যাণ ও দেশের উন্নয়নে প্রভাব ফেলেছে।"
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার সকালে এক্স হ্যান্ডেলে জানিয়েছে, "সিভিল সার্ভিস দিবসে সমস্ত সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা! জনসেবায় আপনাদের ভূমিকা, নীতি নির্ধারণ ও বাস্তবায়নে আপনাদের অবদান নাগরিকদের কল্যাণ ও দেশের উন্নয়নে প্রভাব ফেলেছে। দেশকে নিজস্ব উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনে এবং সুশাসনের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপনে আপনারা প্রশংসনীয় ভূমিকা পালন করবেন বলে আশা রাখি।"
Greetings to all civil servants on Civil Services Day! Your role in public service, your contribution to policy making and implementation have impacted the well-being of citizens and development of the country. May you play a commendable role in enabling the country realise its…
— President of India (@rashtrapatibhvn) April 21, 2025