কলকাতা, ২৭ এপ্রিল : অসহ্যকর গরম থেকে আগামী কিছু দিন স্বস্তি পাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একইসঙ্গে বইবে দমকা হাওয়াও। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গে আগামী চার দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত। একই ভাবে পারদ নামবে উত্তরবঙ্গেও। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইবে। এরপর ২৮ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ২৯ এবং ৩০ এপ্রিলও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।