Country

2 hours ago

Nayab Saini Meet PM Modi: মোদী ও নাড্ডার সঙ্গে সাক্ষাৎ সাইনির, হরিয়ানার উন্নয়ন নিয়ে হয়েছে চর্চা

Nayab Saini met PM Modi
Nayab Saini met PM Modi

 

নয়াদিল্লি, ৬ আগস্ট : দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী সাইনি। জানা গেছে, হরিয়ানার উন্নয়ন নিয়েই মূলত হয়েছে আলোচনা।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, "আজ আমি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজির সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাতে তিনি হরিয়ানায় পরিচালিত উন্নয়নমূলক কাজগুলি নিয়ে আলোচনা করেছেন।" উত্তরাখণ্ডের বিপর্যয় সম্পর্কে সাইনি বলেছেন, "এটি একটি দুর্ভাগ্যজনক প্রাকৃতিক দুর্যোগ। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি।"

You might also like!