Country

1 day ago

PM Modi Maldives Visit: দু’দিনের মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi in Maldives
PM Modi in Maldives

 

নয়াদিল্লি, ২৫ জুলাই : শুক্রবার দু’দিনের মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩-এর নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি ডঃ মহম্মদ মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই প্রথম ওই দ্বীপরাষ্ট্রে সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু যৌথভাবে সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশি কিছু পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের সূচনা হবে।

You might also like!