কলকাতা, ১৮ জুলাই : শুক্রবার থেকে লন্ডনে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস প্রতিযোগিতা। দুই সপ্তাহ ধরে চলবে এই প্রতিযোগিতা। এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন যুবরাজ সিং। গত বছর ফাইনালে পাকিস্তানকে ৬৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ভারতীয় দলে থাকছেন শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ খান, অম্বতি রাইডু, রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিনি, বরুন এরনের মতো ক্রিকেটাররা। পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিদ আফ্রিদি। দলে আছেন সরফরাজ খান, শাহিদ আজমল, সোহেল খানের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২২ জুলাই। এছাড়া ২৬, ২৭ এবং ২৯ জুলাই ভারত খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুটি সেমিফাইনাল হবে ৩১ জুলাই এবং ফাইনাল ২ আগস্ট এজবাস্টনে।