Country

2 hours ago

Madhubani News: বিহারের মধুবনীতে উচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

High alert in Madhubani,Bihar
High alert in Madhubani,Bihar

 

মধুবনী, ১০ সেপ্টেম্বর : নেপালে হিংসাত্মক বিক্ষোভ ও অগ্নিগর্ভ পরিস্থিতির ফলে ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলগুলি প্রভাবিত হচ্ছে। বিহারের মধুবনীতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্ত চৌকিতে এসএসবি সদস্যদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পুলিশ সুপার (এসপি) যোগেন্দ্র কুমার বলেন, "নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, মধুবনী পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে, সমস্ত সীমান্ত পুলিশ স্টেশনকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এসটিপি অফিসার, সার্কেল ইন্সপেক্টর এবং স্টেশন কর্মীরা মোতায়েন রয়েছেন, বিশেষ করে সীমান্ত পোস্টগুলিতে, সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছেন।"

নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষিতে বিহারের আরারিয়ায় ভারত-নেপাল সীমান্তেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নেপালের কাঠমান্ডুতে বিক্ষোভ হিংসাত্মক রূপ ধারণ করায় আরারিয়ার জোগবানিতে ভারত-নেপাল সীমান্ত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তবে, সীমান্ত এলাকায় শান্তি বজায় রয়েছে বলে দাবি প্রশাসনের।

You might also like!