Country

2 hours ago

RSS Chief Mohan Bhagwat Indore Visit: ১৩ সেপ্টেম্বর ইন্দোর সফরে ডঃ মোহন ভাগবত, প্রকাশ করবেন 'পরিক্রমা' বই

RSS Chief Mohan Bhagwat
RSS Chief Mohan Bhagwat

 

ভোপাল, ১০ সেপ্টেম্বর : আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় ইন্দোরে আসছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। তিনি ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ইন্দোর শহরেই থাকবেন। এই সময় তিনি সঙ্ঘের অভ্যন্তরীণ কর্মসূচির পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের বই 'পরিক্রমা' রবিবার বিকেল ৩:১৫ মিনিট নাগাদ ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে প্রকাশিত হবে। প্যাটেল নর্মদা পরিক্রমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই বইটি লিখেছেন, যা তিনি ১৯৯৪ এবং ২০০৭ সালে দু'টি পৃথক সফরে সংকলন করেছিলেন।

মালওয়া প্রদেশের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচার প্রধান জয়শঙ্কর শর্মা বুধবার বলেছেন, ২০২৫ সালে এটি সরসঙ্ঘচালকের চতুর্থ ইন্দোর সফর। এর আগে, তিনি ৩ জানুয়ারি, ১৩ জানুয়ারি এবং ১০ আগস্ট ইন্দোরে এসেছিলেন। শর্মার মতে, এবারের মূল কর্মসূচি হল বই প্রকাশ। উল্লেখের বিষয় হল, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব, রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ডঃ ভাগবতের ইন্দোরের সঙ্গে গভীর সম্পর্ক এবং তাঁর সক্রিয় উপস্থিতি এই বছর বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানুয়ারিতে তাঁর প্রথম সফরে তিনি সংঘের শতবর্ষী অনুষ্ঠান 'স্বর শতক'-এ অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি স্পষ্টভাবে বলেছিলেন, সংঘের লক্ষ্য ভারতকে সামনের সারিতে নিয়ে আসা এবং এর জন্য তিনি যা কিছু প্রয়োজন তা করতে প্রস্তুত। শুধু তাই নয়, ১৩ জানুয়ারি তাঁর দ্বিতীয় সফরে তিনি রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়কে দেবী অহল্যা জাতীয় পুরস্কারে সম্মানিত করেছিলেন। সেই অনুষ্ঠানে তিনি জোর দিয়েছিলেন, সমৃদ্ধি ও উন্নয়নের পথ রাম মন্দিরের মতো সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রতীকগুলির মধ্য দিয়েও যায়।

You might also like!