Country

16 hours ago

Himachal Pradesh weather: দুর্যোগ থামছেই না হিমাচলে, দু'টি জাতীয় সড়ক-সহ ৬৩৫টি রাস্তা বন্ধ

635 road closed in Himachal Pradesh
635 road closed in Himachal Pradesh

 

শিমলা, ৩০ আগস্ট : বৃষ্টির দুর্যোগ থামছেই না হিমাচল প্রদেশে। ভূমিধস ও বৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে দু'টি জাতীয় সড়ক-সহ মোট ৬৩৫টি রাস্তা বন্ধ রয়েছে। মান্ডি জেলায় ৩ নম্বর জাতীয় সড়ক-সহ ২৪টি রাস্তা বন্ধ রয়েছে, কুল্লু জেলায় ৩০৫ নম্বর জাতীয় সড়ক-সহ ১৬৭টি রাস্তা বন্ধ রয়েছে। এছাড়াও ১,৩৩৩টি ট্রান্সফরমার অকার্যকর অবস্থায় রয়েছে, যার ফলে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, হিমাচল প্রদেশে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিমলা, চাম্বা, মান্ডি, হামিরপুর, কিন্নর এবং কুল্লু জেলায়।


You might also like!