Country

5 hours ago

Indresh Kumar: প্রধানমন্ত্রীকে কুকথা বলা না পর্যন্ত কংগ্রেস নেতাদের খাবার হজম হয় না,ইন্দ্রেশ কুমার

Indresh Kumar
Indresh Kumar

 

জম্মু, ২৯ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রবীণ প্রচারক ইন্দ্রেশ কুমার। মঙ্গলবার কংগ্রেসের সমালোচনা করে ইন্দ্রেশ কুমার বলেছেন, প্রধানমন্ত্রীকে কুকথা বলা না পর্যন্ত কংগ্রেস নেতাদের খাবার হজম হয় না। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে কংগ্রেসের 'গায়াব' পোস্টের প্রসঙ্গে আরএসএস-এর প্রচারক ইন্দ্রেশ কুমার বলেছেন, "কংগ্রেস নেতারা তখনই খাবার হজম করতে পারেন, যখন তারা প্রধানমন্ত্রীকে কুকথা করেন। সেনাবাহিনী যদি যুদ্ধ করতে যায়, তাহলে তারা সেনা কমান্ডারের বিরোধিতা করবে। তারা সমাজে কোনও ভালো কাজ করবে না বরং যারা ভালো কাজ করে তাদের বদনাম করবে। এটি তাদের রাজনৈতিক পদ্ধতিতে পরিণত হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।"

পাকিস্তান সম্পর্কে ইন্দ্রেশ কুমার বলেছেন, "এখন পাকিস্তান এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছে যেখানে সিন্ধু, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পঞ্জাব ও পিওকে-কে পাকিস্তান থেকে নিজেদের স্বাধীনতা দাবি করছে। পাকিস্তান ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তারা মনে করে ভারতের বিরুদ্ধে ঘৃণা তৈরি করে তারা নিজেদের বাঁচাতে পারবে কিন্তু এটা সম্ভব নয়।"

জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দ্রেশ কুমার বলেছেন, "এটা লজ্জাজনক, ঘৃণ্য ও অপমানজনক। বর্বরতার কোনও সীমা নেই। অতএব, যতই নিন্দা করা হোক না কেন এবং যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। জম্মু ও কাশ্মীরে একটি আওয়াজ তোলা উচিত যে আমরা প্রথমে হিন্দুস্তানি, তারপর আমরা কাশ্মীরি, ডোগরি, পাঞ্জাবি। আমাদের এই আওয়াজের সঙ্গে উপযুক্ত জবাব দেওয়া উচিত।"


You might also like!