West Bengal

6 hours ago

Suvendu Adhikari: রাজনৈতিক মহলের নজর কাঁথিতে শুভেন্দুর সনাতনী ধর্ম সম্মেলনের দিকে

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

পূর্ব মেদিনীপুর, ২৯ এপ্রিল : নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথি শহরে সনাতনী ধর্ম সম্মেলনের আয়োজন করতে চান। ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রক্রিয়ায় বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভা এলাকার তৃণমূল নেতৃত্বকে। কারণ, প্রশাসন থেকে অনুমতি না পেয়ে শুভেন্দুবাবু কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সোমবার সেই মামলার শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে।আদালতের রায় ঘোষণার আগেই কাঁথিতে সনাতনী সম্মেলনের আয়োজন করে ফেলেছেন শুভেন্দুবাবু। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সম্মেলনের অনুমতি দিলে বাকি প্রস্তুতিও সেরে ফেলবেন তিনি। সেদিকে নজর রয়েছে শাসক তৃণমূলের।

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, ‘‘আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দৃশ্য সাধারণ মানুষকে দেখাতে সব ওয়ার্ডেই এলইডি স্ক্রিন বসাচ্ছি। শহরের কোনও কোনও জায়গায় যজ্ঞানুষ্ঠানও হবে। ওইদিন সাধারণ মানুষ মন্দিরের উদ্বোধন দেখতে এসে যাতে ভগবানের প্রসাদ পান, সেই জন্য তিন হাজার মানুষের খাওয়া-দাওয়ার বন্দোবস্তও করা হয়েছে।’’


You might also like!