Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Business

1 week ago

Gold Price in India: বুধবার রাজধানী সহ বিভিন্ন শহরে পড়ল সোনার দাম , অপরিবর্তিত রুপোর দাম

Gold Price in India
Gold Price in India

 

নয়াদিল্লি, ৯ জুলাই : দেশীয় সোনার বাজারে কমল সোনার দাম , তবে অপরিবর্তিত রইল রুপোর দাম। বুধবার প্রতি ১০ গ্রামে সোনার দাম ৬০০ থেকে ৬৬০ টাকা কমেছে। বর্তমানে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯৮,১৮০ থেকে ৯৮,৩৩০ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯০,০০০ থেকে ৯০,১৫০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। দিল্লির সোনা-রুপোর বাজারে প্রতি কেজি রুপার দাম ১,১০,০০০ টাকা। এদিন দিল্লীতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,৩৩০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,১৫০ টাকা । মুম্বাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,১৮০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,০০০ টাকা।

এদিন চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,১৮০ টাকা এবং ২২ ক্যারেট ৯০,০০০ টাকায় বিক্রি হয় । কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,১৮০ টাকা এবং ২২ক্যারেট সোনার দাম ৯০,০০০ টাকা । লখনউতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,৩৩০ টাকা এবং ২২ ক্যারেট ৯০,১৫০ টাকা। পাটনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,২৩০ টাকা এবং ২২ ক্যারেট ৯০,০৫০ টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,৩৩০ টাকা এবং ২২ ক্যারেট ৯০,১৫০ টাকা। বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ভুবনেশ্বরের সোনার বাজারেও সোনার দাম যথেষ্ট হ্রাস পেয়েছে , যেখানে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনা যথাক্রমে ৯৮,১৮০ টাকা এবং ৯০,০০০ টাকায় বিক্রি হয়।

You might also like!