
খড়গপুর, ১৩ ডিসেম্বর : মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোর প্রস্তুতি নিচ্ছেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার বাবরি মসজিদ ইস্যুতে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘দেশের কোথাও বাবরি মসজিদ নেই। বাংলায় কেন হবে? এটা একটা ষড়যন্ত্র। বাংলাদেশ তৈরির চেষ্টা চলছে।’
এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "যদি সারা দেশের কোথাও বাবরি মসজিদ না থাকে, তাহলে বাংলায় কেন করা হচ্ছে? কারণ এখানে বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র চলছে এবং এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার। মসজিদ তৈরি করা ভুল নয়, তবে আপনি বাবরের নামে কেন এটি তৈরি করছেন? বাবর ছিলেন একজন অত্যাচারী আক্রমণকারী।"
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে দিলীপ এদিন বলেন, "রাহুল গান্ধী একজন অস্থায়ী, স্বল্পমেয়াদী নেতা। নির্বাচনের সময় এবং সংসদ অধিবেশন চলাকালীন তিনি দেশের বাইরে চলে যান।"
