Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

West Bengal

4 days ago

Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার

Mamata Criticizes Modi on Bankimda Statement
Mamata Criticizes Modi on Bankimda Statement

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি অসম্মানমূলক সম্বোধনকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেছিলেন যা নিয়ে সংসদের বাইরে-ভিতরে লাগাতার প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস। 

কোচবিহারে রাশমেলার মাঠে জনসভায় মমতা বলেন,  ”বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাঁকে এইটুকু সম্মান দিলেন না! আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে। তাতেও ক্ষমা হবে না”  তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি, আন্দোলন এবং ইতিহাসকে অসম্মান করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

মুখ্যমন্ত্রী এই সভায় স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথাও তুলে ধরেন। তিনি অভিযোগের সুরে বলেন, ”রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমী নন। সন্ত্রাসবাদী বলে দেওয়া হল ক্ষুদিরাম বসুকে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন।” মানুষ এর জবাব দেবে বলেও মন্তব্য তাঁর। 

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে লোকসভায় আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে বললেন ‘পুলিন বিকাশ দাস’। এমনকী মাস্টারদাকে বললেন ‘মাস্টার সূর্য সেন’। যা নিয়ে মোদির বক্তব্য চলাকালীনই প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। এহেন প্রেক্ষাপটে মমতার বার্তা স্পষ্ট, দেশের ইতিহাস, সংস্কৃতি ও মনীষীদের সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব। বঙ্গের মানুষ এমন অসম্মান সহ্য করবে না। 

You might also like!