West Bengal

10 hours ago

Murshidabad Accident: খড়গ্রামে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তিন যুবকের

Accident in Murshidabad Khargram
Accident in Murshidabad Khargram

 

মুর্শিদাবাদ, ১৬ ডিসেম্বর  : মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে মোটরবাইকে চেপে বাজার করে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে হলদিয়া ফরাক্কা বাদশাহি সড়কের উপর খড়গ্রাম থানার কাপাসডাঙা সংলগ্ন রাইস মিলের কাছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরে ঘাতক ডাম্পারটি নিয়ে এলাকা থেকে চম্পট দেযন চালক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পুলিশমর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় খড়গ্রামের জটারপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন। আহতদের উদ্ধারে স্থানীয়েরা হাত লাগান। এর পর পুলিশ এসে দ্রুত তিন জনকে খড়গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ওই তিন জনকে। সেখানেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম— আসলাম শেখ (১৬), আকাশ শেখ (২৬) এবং ইদ মোহাম্মদ (১২)। সকলের বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে।

You might also like!