West Bengal

10 hours ago

West Bengal weather update: নতুন করে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই

West Bengal weather update
West Bengal weather update

 

কলকাতা, ১৬ ডিসেম্বর : উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার। যার জন্য আগামী পাঁচ সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। এদিন ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা।

সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে আর রাতে স্বাভাবিকের নীচে পারদ। কলকাতায় এদিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সামান্য বেড়েছে তাপমাত্রা। মঙ্গলবার পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েক দিন। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, পরে পরিষ্কার থাকবে আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা-সহ সংলগ্ন এলাকায়। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি উত্তরবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি ।

You might also like!