Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Technology

2 days ago

TVS Orbiter: আর চার্জের চিন্তা নয়! TVS Orbiter দেবে ১৫৮ কিমি রেঞ্জ—কম দামে বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার

TVS Orbiter Electric Scooter
TVS Orbiter Electric Scooter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টিভিএস (TVS) আজকে ভারতে তাদের ইলেকট্রিক স্কুটার নামক TVS Orbiter বাজারে নিয়ে এল (লঞ্চ করল)। এই ই-স্কুটারটি নিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন খবর সামনে আসছিল। ভারতে এই নবাগত স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে ৯৯,৯০০ টাকা। এর ডিজাইন বিশেষত তরুণ প্রজন্মকে খুব সহজে আকৃষ্ট করবে। এটি শহরের পথগুলিতে চলাচলের জন্য যথোপযুক্ত। এই স্টাইলিশ ও আধুনিক স্কুটারে একটি বড় মাপের এলইডি হেডলাইট, প্রশস্ত উইন্ডস্ক্রিন এবং কিছুটা বাঁকানো (কার্ভি) বডি প্যানেল রয়েছে।

TVS Orbiter এর পারফরম্যান্স ও ব্যাটারি:  কোম্পানির তরফে দাবি করা হয়েছে, TVS Orbiter ফুল চার্জে ১৫৮ কিমি পর্যন্ত চলবে। এটি শুরুতে কেবল ৩.১ kWh ব্যাটারি সহ এসেছে। যেখানে কোম্পানির iQube মডেলটি একাধিক ব্যাটারি অপশন সহ পাওয়া যায়। নতুন এই স্কুটারের চার্জিং স্পিড সম্পর্কেও এখনও কিছু জানানো হয়নি।

TVS Orbiter এর ফিচার: ফিচারের কথা বললে, টিভিএস অর্বিটার ইলেকট্রিক স্কুটারে ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড ফাংশন, রিভার্স পার্কিংয়ের সুবিধা আছে। আবার এতে ইউএসবি চার্জিং পোর্ট পাওয়া যাবে। এটি ওটিএ আপডেট এবং স্মার্টফোন অ্যাপ সাপোর্টের মতো সুবিধার সাথে এসেছে। এই স্কুটারে অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার উপস্থিত।

TVS Orbiter এর বুকিং ও কালার অপশন:  TVS Orbiter এর বুকিং ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে। স্কুটারটি ছয়টি রঙে পাওয়া যাবে – নিয়ন সানবার্স্ট, স্ট্রাটোস ব্লু, লুনার গ্রে, স্টেলার সিলভার, কসমিক টাইটানিয়াম এবং মার্টিয়ান কপার।

You might also like!