Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Sikkim :ধসের জেরে সড়কপথে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন সিকিম

Sikkim is cut off from the rest of the country by road due to landslides
Sikkim is cut off from the rest of the country by road due to landslides

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   লাগাতার ভারী বৃষ্টিতে কোথাও রাস্তায় ভূমিধস নেমেছে, আবার কোথায় রাস্তা ধসে গিয়েছে। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ। শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক ভূমিধসে অবরুদ্ধ ১২ দিন ধরে। এতদিন আলগাড়া-লাভা হয়ে ঘুরপথে প্রতিবেশী রাজ্যটিতে যাতায়াত চলছিল। মেরামতের জন্য সেটাও বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে। যার ফলে সড়কপথে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম।সম্প্রতি কালিম্পংয়ের বিরিকদারা ও সেলফিদারার মধ্যে ভয়ংকর ধস নেমেছে। সেবক থেকে তিস্তাবাজারে যাতায়াতের পথে বেশ কিছু এলাকায় সড়ক তিস্তার জলে তলায়। লিকুভির, মেল্লি বাজার, ২৭ মাইল, সেলফিদারা সহ সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেকারণে এতদিন সেবক-লাভা-আলগাড়া হয়ে গ্যাংটকে যাতায়াত চলছিল। বিকল্প রুটও যে কোনও মূহূর্তে বন্ধ হতে পারে বলে আশঙ্কা ছিল। সেইআশঙ্কাই সত্যি হল।

 কালিম্পং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিকিম এবং কালিম্পংথেকে লাভা হয়ে শিলিগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তাটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেরামত করা হবে। সেই কাজের জন্য ১৪ জুলাই সকাল ৬টা পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকবে। কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

১০ নম্বর জাতীয় সড়ক চলতি বছরের ২৩ মার্চ থেকে ১১ বার অবরুদ্ধ হয়েছে। তবে স্বস্তির খবর, সেলফিদারায় নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সড়ক খুলতে সপ্তাহখানেক সময় লাগবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।


You might also like!