West Bengal

2 hours ago

West Bengal Draft Electoral Roll: খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ ও শুনানি পর্ব শুরু

Election Commission has released the draft electoral roll for West Bengal
Election Commission has released the draft electoral roll for West Bengal

 

কলকাতা, ১৭ ডিসেম্বর : মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৭ কোটির বেশি ভোটারের নাম খসড়া তালিকায় উঠেছে। এরপর বুধবার থেকে শুরু হচ্ছে নোটিস এবং শুনানি পর্ব। নির্বাচন কমিশন জানিয়েছে, নো-ম্যাপিং এবং সন্দেহজনক ভোটারদের ডেকে শুনানি করা হবে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় অনেকের নাম ওঠেনি বলে অভিযোগ। বুধবার থেকে তাঁরাও প্রথমে ডিইও এবং পরে সিইও-র কাছে অভিযোগ জানাতে পারবেন। অন্য দিকে, বুধবার থেকে নতুন নাম তোলা এবং সংশোধনের কাজও করা যাবে।

You might also like!