Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Entertainment

2 days ago

2026 Blockbuster Battle: ২০২৬-এ বলিউডে সংঘর্ষ—ধুরন্ধর ২ বনাম যশের টক্সিক, কাঁপবে বক্স অফিস

Dhurandhar 2 Vs Yash's  Toxic
Dhurandhar 2 Vs Yash's Toxic

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দি সিনেমার জগৎ-এ ২০২৬ সাল  বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বহু প্রতীক্ষিত ছবিগুলির লম্বা তালিকা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। রণবীর কাপুরের ‘রামায়ণ’, সানি দেওলের ‘বর্ডার ২’, সলমন খানের ‘গালওয়ান’ এবং শাহরুখ খানের ‘কিং’—সব মিলিয়ে নতুন বছর বলিউডের জন্য রীতিমতো বিস্ফোরক হতে চলেছে। তবে এই বড় ছবিগুলির মুক্তির মাঝেও সবচেয়ে আলোচনায় রয়েছে ইদের বক্স অফিস সংঘর্ষ। 

২০২৬ সালের ১৯ মার্চ ইদে মুখোমুখি হতে চলেছে দুই বহুল প্রতীক্ষিত ছবি—‘ধুরন্ধর ২’ এবং কেজিএফ-খ্যাত যশের ‘টক্সিক’। ট্রেড বিশ্লেষকদের মতে, এই লড়াই হতে পারে সাম্প্রতিক বলিউড ইতিহাসের অন্যতম বড় বক্স অফিস যুদ্ধ। এর আগে একই দিনে মুক্তি পাচ্ছিল অজয় দেবগনের ‘ধামাল ৪’। তবে পরবর্তীতে ধুরন্ধর ২-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে মুক্তির তারিখ বদলে দেয় ধামাল ৪-এর টিম।  তবে ধুরন্ধর ২-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হয়নি বা টক্সিকের নির্মাতারা তাদের নির্ধারিত তারিখ কোনও পরিবর্তন করেননি। অর্থাৎ দুটি ছবিই বক্স অফিসে টক্কর দিতে চলেছে।

বর্তমানে রণবীর সিং এবং অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলছে। ছবির শেষে এমন এক মোড়ে গল্প থেমে যায় যে দর্শকদের কাছে দ্বিতীয় পর্ব দেখার আগ্রহ আরও বেড়ে যায়। অন্যদিকে, কেজিএফ দিয়ে জাতীয়স্তরে বিপুল জনপ্রিয়তা পাওয়া যশের ‘টক্সিক’ নিয়েও প্রত্যাশা তুঙ্গে। সব মিলিয়ে ২০২৬ সালের ইদ বলিউডের জন্য শুধু উৎসবই নয়—বরং হতে চলেছে বক্স অফিসের রণক্ষেত্র। কোন ছবি শেষ পর্যন্ত বিজয়ী হয়, তার জন্য এখন অপেক্ষা সময়ের।

You might also like!