Travel

2 weeks ago

Offbeat North Bengal: কার্শিয়াং এর 'বাগোড়া' গ্রাম - উজাড় করা প্রকৃতি! রইল ভ্রমণ নির্দেশিকা

Kurseong's 'Bagora' Village
Kurseong's 'Bagora' Village

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এপ্রিল থেকে জুন পর্যন্ত দার্জিলিং,কালিংপং ও কার্শিয়াং ভ্রমণের আদর্শ সময়। পুজোর সময় অনেকেই যান,কিন্তু একবার বৃষ্টি শুরু হলেই ঘোরা মাথায় উঠলো। তাই এই সময় ঘুরে আসুন অবফিট পাহাড়ি গ্রাম 'বাগড়া'। ৭১৫০ ফুট উচ্চতায় ছোট্ট পাহাড়ি গ্রাম। সবুজে সবুজ। ফুলে ঢাকা পথ। ভাগ্য ভালো থাকলে হোমস্টের জানালা খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। ভোরবেলা চলে যান সূর্যোদয় দেখতে। সূর্যের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে বাগোড়ার উপর সে এক স্বর্গীয় অনুভূতি। গরমকাল বলে আলাদা কিছু নেই। অত্যন্ত মনোরম আবহাওয়া। চারপাশে নাম না জানা পাখির ডাক মন ভালো করে দেয়। গ্রামের মধ্যে পায়ে চলা রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে হেঁটে আসুন। দুপাশে লম্বা গাছের সারি, কুয়াশায় মোড়া চারদিক। তারই মধ্যে প্রিয়জনের হাত ধরে হেঁটে আসুন,দেখবেন একটা কথাই মনে হবে এই জীবন কত মধুর। এখানে সরকারি একটি বন বাংলো আছে। সেখানে রাতে থাকার ব্যবস্থা করতে পারলে আরও ভালো লাগবে।


বাগোড়ার সঙ্গে উপরি পাওনা হিসাবে আছে,এখান থেকে প্রায় ৪ কিমি দূরে অবস্থিত চিমনি গ্রাম। ইংরেজ আমলের কিছু নিদর্শন এখনও রয়েছে এই গ্রামে। সেখানে একবার ঘুরে আসতে পারেন। ১২ কিমি দূরে রয়েছে মংপু। ৮ কিমি দূরে রয়েছে চটকপুর। সবগুলিই অপরূপ সুন্দর। কার্শিয়াং থেকে প্রায় ১৭ কিমি দূরে রয়েছে এই বাগোরা গ্রাম। বাগোড়ার কাছ দিয়েই বয়ে গিয়েছে তিস্তা নদী। আর আছে কমলালেবুর বাগান। এখান থেকে কমলা লেবুর বাগান সিটং ঘুরে আসতে পারবেন।  কার্শিয়াং-এ এসে গাড়ি ভাড়া করে বাগোড়া যাওয়া সবচেয়ে ভালো।আপনাকে স্বাগত জানানোর জন্য আছে অনেক হোমস্টে আর একটা বন-বাংলো। তবে খুব শ্রীঘ্রই বেরিয়ে পড়ুন আসন্ন ভ্যাকেশানে আর মনের মতো উপভোগ করুন অবফিট পাহাড়ি গ্রাম 'বাগড়া'।

You might also like!