Travel

2 weeks ago

Makar Sankranti: পৌষ সংক্রান্তিতে ভ্রমণ, শীতের রঙিন আমেজে ঘুরে আসুন দেশের এই ৬ শহরে

Makar Sankranti Celebration in Rajasthan
Makar Sankranti Celebration in Rajasthan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে–পায়েসের আয়োজন। নতুন চালের পিঠে, নলেন গুড়ের পায়েসের স্বাদে যেমন শীতের উৎসব পূর্ণতা পায়, তেমনই এই সময়টায় ভ্রমণের আলাদা আকর্ষণ থাকে। শীতের নরম রোদ, উৎসবের আবহ আর তুলনামূলক ভিড় কম থাকার কারণে পৌষ সংক্রান্তি ভ্রমণের জন্য আদর্শ সময়। যদি এই সংক্রান্তিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে দেশের এই পাঁচটি শহর হতে পারে আপনার তালিকার সেরা পছন্দ।

১. রাজস্থান: গুজরাত ও রাজস্থানে এই সময় আয়োজিত হয় ‘কাইট ফেস্টিভ্যাল’। এই সময় গুজরাত ও রাজস্থানের অন্তর্গত জয়পুরে আকাশ জুড়ে দেখা যায় নানা রঙের, নানা আকারের পেটকাটি, চাঁদিয়াল উড়ে বেড়াতে। যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসেন এবং ‘কাইট ফেস্টিভ্যাল’ চাক্ষুষ করতে চান তাঁদের জন্য এ এক মোক্ষম সুযোগ।

২. উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এইসময় বহু তীর্থযাত্রী প্রতিবছর এসে থাকেন। তার এক এবং একমাত্র উদ্দেশ্য সংক্রান্তিতে পুণ্যার্জনের জন্য গঙ্গাস্নান। আপনারও যদি তেমন সাধ থাকে তাহলে অনায়াসে ঘুরে আসতে পারেন প্রয়াগ্রাজ থেকে।

৩. তামিলনাড়ু: এইসময় দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে চলে পোঙ্গাল। এই উৎসবে তামিলনাড়ুর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরা হয়। তাই এইসময় আপনার ভ্রমণের ডেস্টিনেশন হতেই পারে তামিলনাড়ু।


৪. অসম: অসমে এইসময় ভোগালি বিহু, মাঘ বিহুর মতো উৎসব চলে। নানারকমের আয়োজন থাকে এই উৎসবকে ঘিরে। খাওয়াদাওয়া, পুজো, ঐতিহ্য এই সবকিছুর হাত ধরে সংক্রান্তিতে অসমে থাকে একেবারে আলাদা আমেজ।

৫. পাঞ্জাব: মকর সংক্রান্তির সঙ্গে পাঞ্জাবে পালিত হয় লোহরি উৎসব। আগুন ঘিরে নাচ, গান আর ঐতিহ্যবাহী খাবারের আনন্দে আমৃতসর হয়ে ওঠে উৎসবমুখর। সঙ্গে স্বর্ণমন্দির দর্শনের সুযোগ তো রয়েছেই।

৬. ওড়িশা: সমুদ্রপ্রেমীদের জন্য পৌষ সংক্রান্তিতে পুরী আকর্ষণীয়। শীতের নরম আবহাওয়ায় সমুদ্রস্নান, জগন্নাথদেবের দর্শন আর স্থানীয় উৎসব শহরটিকে করে তোলে প্রাণবন্ত।

পিঠে–পায়েসের স্বাদ আর শীতের আমেজের সঙ্গে যদি নতুন জায়গা দেখার ইচ্ছা থাকে, তাহলে এই পৌষ সংক্রান্তিতেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। উৎসব আর ভ্রমণের মিলনে আপনার ছুটি হয়ে উঠবে আরও রঙিন।

You might also like!