Breaking News
 
Amit Shah: ‘দাগ’ মানেই বিদায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী! শাহের বিল ঘিরে তীব্র সমালোচনা, মমতার হুঁশিয়ারি CM Rekha Gupta Attacked: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড়, অভিযুক্ত গ্রেপ্তার, নিন্দায় সরব কেজরিওয়াল! CM Rekha Gupta Attacked: রাজধানীতে চাঞ্চল্য, সরকারি আবাসে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত! Abhishek Banerjee: লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশের আগে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! August 2025 film releases:‘মিশন ইম্পসিবল’ থেকে ‘ওয়্যারউলভস’ পর্যন্ত: ২০২৫ সালের আগস্টের নতুন চলচ্চিত্র ও সিরিজের এক ঝলক West Bengal 100 days job scheme:হাই কোর্টের নির্দেশে আপত্তি কেন্দ্রের, ১০০ দিনের কাজ ইস্যু নিয়ে এবার সুপ্রিম কোর্টে লড়াই

 

Travel

2 years ago

'Moonthum Valley' near Kalingpong:বর্ষায় পাহাড়ে - অন্যরকম অনুভূতি - কলিংপং এর অদূরেই 'মুনথুম ভ্যালি'

'Moonthum Valley' near Kalingpong
'Moonthum Valley' near Kalingpong

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড়ে বর্ষার অনুভূতি একদম আলাদা। মনের মধ্যে দানা বাঁধে এক বিস্ময়কর রোমান্টিকতা। তেমন অনুভূতির রাজ্যে আজ আমরা নিয়ে যাবো আপনাদের। বৃষ্টিভেজা পাহাড়ে ঘুরতে যেতে যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য রইল দারুণ একটি অফবিট জায়গার খোঁজ। মুনথুম ভ্যালি। কালিম্পং থেকে মাত্র ১৪ কিলেমিটার দূরে এই মুনথুম ভ্যালি। একেবারে কমবাজেটে বেড়ানোর অন্যতম সেরা ডেস্টিনেশন।

উত্তরবঙ্গের একেবারে অফবিট জায়গা বললে ভুল হবে না। পাহাড়ের কোলে ঝকঝকে ছোট্ট একটা গ্রাম। খুব বেশি হলে ১০ থেকে ১২ ঘরের বাস সেখানে। একেবারে শান্ত পরিবেশ। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা। সেই রাস্তার নির্জনতা আর গ্রামের গুটি কয়েক সরল মানুষ আপনার সাথে কথা বলবে।

  এমন নৈশব্দিক পরিবেশে আপনি স্বর্গীয় আনন্দ অনুভব করবেন। একেবারে শান্ত পরিবেশ। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা। কালো পিচের রাস্তা এঁকে বেঁকে ঢুকে গিয়েছে মুনথুম ভ্যালির মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। পাহাড়, জঙ্গল, ঝরনা, সঙ্গে পাখি পাহাড়ে মেঘেদের আনাগোনা দেখা যাবে। মুনথুম শব্দের একটা আলাদা অর্থ রয়েছে। পাহাড়ি ভাষায় মুনথুম শব্দের অর্থ চাঁদের আলো বা জ্যোৎস্না। ছোট গ্রামে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আসুন। পায়ে পায়ে দেখে নিন গ্রামটি। পাহাড়ের কোলে মেঘেদের খেলা সেখানে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন। যদি সম্ভব হয় একটা পূর্ণিমার রাত ওখানে কাটান। ওই নিসর্গ আপনি কোন দিন ভুলবেন না। অদ্ভুত শান্তি এখানে পাওয়া যায়। বর্ষা সেখানে আরও মনোরম হয়ে ওঠে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এই মুনথুম থেকে কালিম্পং শহরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। দিনের থেকেও একানকার রাতের সৌন্দর্য মোহময়। বেশি সুন্দর দেখায় রাতের ভিউ।  তাহলে বেরিয়ে পড়ুন কয়েক দিনের জন্য মুনথুম ভ্যালি থেকে। এখানে বেশ কয়েকটা সাজানো সুন্দর হোমস্টে আছে। সবগুলো এখন on line booking হয়।


You might also like!