Technology

2 years ago

Earn Money From YouTube: YouTube-এ ভিডিও দেখলেও হবে আয়, ভারতে লঞ্চ করল নতুন VRS প্রোগ্রাম

Earn Money From YouTube
Earn Money From YouTube

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে YouTube-এর মাধ্যমে উপার্জন করার প্রবণতা বেড়েছে। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে নির্দিষ্ট কন্টেন্ট বানিয়ে, মাস গেলে লাখো লাখো টাকা আয় করছেন অনেকেই। তবে সম্প্রতি YouTube এমনি একটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছে, যার ফলে এই প্ল্যাটফর্ম থেকে আয় করা আরও সহজ তথা আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে হচ্ছে – কারণ এবার থেকে ভিডিও দেখলেও করা যাবে আয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে, YouTube, সম্প্রতি ভারতে তার ভিউয়ার রেভিনিউ শেয়ার (VRS) প্রোগ্রামের দ্বিতীয় পর্ব চালু করেছে, যা ভিউয়ারদেরও উপার্জনের সুযোগ দেবে। এক্ষেত্রে সংস্থার সিইও নীল মোহন একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে বলেছেন যে, এই নতুন প্রোগ্রামটি YouTube Community-র মধ্যেকার বন্ধন শক্তিশালী করে তুলবে। এছাড়া এই VRS প্রোগ্রামের মাধ্যমে YouTube-এর রিওয়ার্ড ইকোসিস্টেম থেকে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি ভিউয়াররা এবং YouTube নিজেও উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন মোহন।

 ভারতে সদ্য চালু হওয়া ভিউয়ার রেভিনিউ শেয়ার বা ভিআরএস প্রোগ্রামের ধারণা ইউটিউবের ক্ষেত্রে একেবারে আনকোরা বা প্রথম নয়। ইতিমধ্যেই প্রোগ্রামটির প্রাথমিক পর্ব যুক্তরাষ্ট্রে সফলভাবে চলেছে। আর, প্রোগ্রামের এই পর্যায় থেকে ইউটিউব উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে বলেও জানা গেছে। এই বিশাল সাফল্যের পরই কোম্পানি প্রোগ্রামটির দ্বিতীয় পর্ব লাইভ করার সিদ্ধান্ত নিয়েছে।

ভিউয়ার রেভিনিউ শেয়ার প্রোগ্রাম, কন্টেন্ট দেখার জন্য ভিউয়ারদের নির্দিষ্ট পরিমাণ শেয়ার দেখার প্রস্তাব দেয় (অর্থাৎ কন্টেন্ট দেখলেই ভিউয়ার টাকা পাবেন এমন অফার দেয়) যার মাধ্যমে ইউটিউব নিজেই লাভ করতে পারে। এমনিতে তো রোজ প্রচুর সংখ্যক মানুষ রোজ ইউটিউব ব্যবহার করেন, তবে রিপোর্ট অনুযায়ী, এই প্রোগ্রাম চালু করায় ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি থেকে প্রোগ্রামটিকে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষা করা হয়, যেখানে দর্শকদের কাছ থেকে সংস্থা অত্যধিক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে – এক্ষেত্রে ভিআরএস প্রোগ্রামের দরুন এই প্ল্যাটফর্মে সময় কাটানোর হার ১০০% বেড়েছে এবং কিছু ইউজার প্রতি মাসে ২০০ ডলার পর্যন্ত আয় করতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে।

ভিউয়ার রেভিনিউ শেয়ার প্রোগ্রামে অংশগ্রহণ করে স্বচ্ছভাবে এটি উপভোগ করতে, আগ্রহী ভিউয়ারদের কিছু নিয়ম মানতে হবে। এগুলি হল –

১. কোনো ভিডিও চলার সময় ডিভাইসটিকে অযত্নে মানে ততটাও গুরুত্ব না দিয়ে ফেলে রাখবেননা। এতে রেভেনিউ শেয়ার বন্ধ হয়ে যাবে৷

২. ভিডিও দেখার সময় ৫ মিনিটের বেশি স্ক্রিন নিষ্ক্রিয় থাকলে অর্থাৎ ডিভাইসের স্ক্রিনে কোনো টাচ না হলেও বন্ধ হবে রেভেনিউ শেয়ার।

৩.বেশি বিজ্ঞাপন দেখলে আয়ও বেশিই হবে। তাই বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া ঠিক হবেনা।

৪. যে কন্টেন্ট উচ্চতর অ্যাডভার্টাইজার ইন্টারেস্ট তৈরি করবে (যেমন টেকনোলজি এবং ফিন্যান্স), তার থেকে দর্শকরা বেশি পরিমাণে আয় করতে পারবেন।

৫. মনে রাখবেন যে, ভিআরএস প্রোগ্রাম ছোটো এবং বড় উভয় ভিডিওর ক্ষেত্রেই উপলব্ধ হবে।

৬. যেকোনো প্রতারণামূলক কার্যকলাপ বা সিস্টেম ম্যানিপুলেট করার প্রচেষ্টায় ইউজার, প্রোগ্রাম থেকে ব্যান হতে পারেন।

ইউটিউবের ভিউয়ার রেভিনিউ শেয়ার প্রোগ্রামের অধীনে দর্শক অর্থাৎ ভিউয়াররা ১০% শেয়ার পাবেন, কন্টেন্ট ক্রিয়েটররা পাবেন ৪৫% পাবে এবং কোম্পানি নিজে ৪৫% রেভেনিউ আয় করতে পারবে। এক্ষেত্রে আয়ের ভাগ পেতে, ভিআরএস প্রোগ্রামে অংশগ্রহণকারী ভিউয়ারদের কেওয়াইসি (KYC) ভেরিফায়েড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।


You might also like!